ফাস্টফুড: সহজ পদ্ধতিতে বাংলাদেশী বেকারি পিজ্জা | চিকেন পিঁৎজা | Fast Food Bakery Pizza

আসসালামু আলাইকুম,

আমার আজকের এপিসোডে আপনাদের জন্য শেয়ার করেছি বাংলাদেশী ফাস্ট ফুড বা বেকারির পিজ্জা। যেটি আমাদের দেশের ফাস্টফুডের দোকানগুলোর খুবই কমন একটা আইটেম। এই পিজ্জার মূল উপকরণ তিনটি: পেয়াজ ও মুরগীর টপিংস আর মেয়নেজ। কম চিজ দিয়ে তৈরী বেশ ইয়াম্মি এই দেশী বেকারি পিজ্জা খেতে কিন্তু অনেক সুস্বাদু। এই দেশী স্টাইলের পিৎজা সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন হিসেবে চটজলদি তৈরি করে দিতে পারেন খুব সহজেই ।

রেসিপিটা আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো।

ধন্যবাদ।


More Recipes:

👉 Pizza Dough / Bread dough | পিৎজা ডো বা ব্রেড ডো

👉 Chicken Stuffing / Filling for pizza / snacks | চিকেন ফিলিং স্টাফিং

👉 Homemade Pizza sauce | বাসায় বানানো পিজ্জা সস

👉 Homemade Mozzarella Cheese | বাসায় বানানো মোজারেলা চিজ

👉 Pizza recipe with and without oven | পিজ্জা রেসিপি ওভেন এবং ওভেন ছাড়া

👉 1 minute microwave mug pizza | এক মিনিটে মগ পিজ্জা

মন্তব্যসমূহ