ভিন্ন ও মজাদার স্বাদের রেসিপি: কাস্টার্ড শাহী টুকরা | Vanilla Flavour Custard Shahi Tukda

আসসালামুআলাইকুম,

আজ আমি বানিয়েছি কাস্টার্ড শাহী টুকরা । কাস্টার্ড দিয়ে বানানোর জন্য এই ডেজার্টটি একটু অন্য রকম হয়েছে, যা এর স্বাদকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। আশা করি সবার ভালো লাগবে।

কিভাবে রান্না করলে বা কিভাবে পরিবেশন করলে একটি খাবার খেতে ভালো লাগে সাথে খাবারটা দেখতেও রুচিসম্মত হয় আমরা সব সময় সেই চেষ্টাই করি। কাস্টার্ড দিয়ে বানানো এই ডেজার্ট টি একটু অন্য রকম হয়েছে, যা এর স্বাদকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে।

ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন।

Subscribe: https://www.youtube.com/c/TanisFoodandFashion

ধন্যবাদ।

মন্তব্যসমূহ