দই দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে মজাদার ক্রিমি পাস্তা | Homemade Creamy Pasta Recipe

আসসালামু আলাইকুম, তানি'স ফুড ও ফ্যাশনের রেসিপি সেকশনে আপনাদের স্বাগতম ।

পাস্তা কে না খেতে ভালোবাসে, আর সেটা যদি রেস্টুরেন্টের হয় তাহলে তো আর কথাই নেই । কিন্তু সবসময় তো আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব নয়, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্টের মতোই মজাদার বাড়িতে বানানো ক্রিমি পাস্তা রেসিপি।

ভীষণ মজাদার এই ক্রিমি পাস্তা বানানোটা কিন্তু অনেক সহজ। চেষ্টা করেছি সহজ ও একটু ব্যতিক্রম ভাবে রেসিপিটা আপনাদের জন্য তুলে ধরতে। চিজ ছাড়া টক দই দিয়ে পাস্তা রেসিপিটা আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে।

ভালো লাগলে সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। শেষে, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখবেন সেই দোয়াই রইলো।

ধন্যবাদ।


মন্তব্যসমূহ