চুলায় তৈরি নরম তুলতুলে চকলেট স্পঞ্জ কেক রেসিপি

আসসালামুআলাইকুম,

এই ভিডিওতে আজ আমি দেখিয়েছি আপনি কিভাবে গ্যাসের চুলায় নরম তুলতুলে চকলেট স্পঞ্জ কেক বানাতে পারবেন। এটা খুবই সহজ একটা #রেসিপি। ভিডিওতে দেওয়া উপকরণগুলো পরিমাণমত দিয়ে মাত্র আধা ঘন্টা (৩০-৪০ মিনিট) চুলায় রেখে দিন, আপনার কেকটি তৈরী হয়ে যাবে।

#চকলেট_কেক_রেসিপি

এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন।

ধন্যবাদ।


মন্তব্যসমূহ